রামগড়ে শান্তি পরিবহন বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত | বাংলারদর্পণ

মোশারফ হোসেন,রামগড় :
খাগড়াছড়ি’র রামগড়ে সড়ক দুর্ঘটনায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী রেম্রাচাই মার্মা ( ১৬) নিহত হয়েছে।

জানা গেছে ২১জানুয়ারি বিকেল ৩ টায়র দিকে এক সহপাঠী সহ এক শিক্ষকের সাথে দেখা করতে যাওয়ার সময় রামগড় বাজারে সিংহ মার্কেট এর সামনে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন (চট্টমেট্রো ব-১৪-১৪৩১) পিছন থেকে এসে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন সাথে সাথে রামগড় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরন করেন।

সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রেম্রাচাই মারমা রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া বাসিন্দা মংসানাই মার্মার সন্তান বলে জানা যায়। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *