সোনাগাজীর মুহুরি প্রজেক্ট সেতু  ও সড়কের বেহাল দশা – বাংলারদর্পন 

 

 

মুঃ ইব্রাহিম আল সোহাগ :

সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর উপর দিয়ে নির্মিত মুহুরি ব্রিজ ও দু’পাশের সড়ক সংস্কারের অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।

 

সূত্র জানায়- ফেনীর সোনাগাজী উপজেলা থেকে চট্রগ্রামের মিরসরাই উপজেলা যাতায়াতের জন্য মুহুরি সেচ প্রকল্পের উপর দিয়ে নির্মিত ব্রিজটি ব্যবহার করা হয়। যদিও এই ব্রিজে নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং মিরসরাই উপজেলার চাষাবাদ যোগ্য জমির সেচ সুবিধা প্রদান করা ও সোনাগাজী উপজেলাসহ কয়েকটি উপজেলাকে জোয়ারের নোনা পানি থেকে রক্ষা করা। কিন্তু রেগুলেটরটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এই সেচ প্রকল্পের উপর নির্মিত ব্রিজটি এখন শুধু দর্শনার্থী ও এলাকার মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়।

 

এরশাদ সরকারের সময়ে নির্মিত ব্রিজটির সৌন্দর্য ও এশিয়ার প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে। উপভোগ করে মুহুরি প্রজেক্ট এলাকায় অবস্থিত মাছের খামার গুলো। এই যেন পর্যটকদের মহা মিলন মেলার স্থান। আর এই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকার সড়ক ও ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ব্রিজ ও ব্রিজের দু’পাশের সড়কে বর্ষার পানিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক ও ব্রিজে এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সড়কের এই বেহাল অবস্থার কারণে কমতে শুরু করেছে দর্শনার্থীর সংখ্যা।

 

স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন জানান- এই গুরুত্বপূর্ণ পর্যটন এলাকার সড়কের এত খারাপ অবস্থা যে এখানে পর্যটক আসা কমে গেছে। দ্রুত সড়ক সংস্কারের ব্যবস্থা না হলে পর্যটক নির্ভর ব্যবসায়ীদের না খেয়ে থাকতে হবে।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *