নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়ে ৩৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছে বাদল অনুসারী ৪ কিশোর।
জামিনে মুক্তি পাওয়া কিশোররা হলো, উপজেলার চরফকিরা ইউনিয়নের ছাত্রলীগের কর্মি মাজহারুল ইসলাম মিনার পাটোয়ারী (১৪), আরমান হোসেন (১৪), মো,হৃদয় (১৫),মহিবুল হাসান আকাশ (১৬)। তারা মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অনুসারী হিসেবে পরিচিত।
বুধবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় দুই মামলায় জামিনে মুক্তি পেয়ে চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে পৌঁছালে তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়। এর আগে,তারা বুধবার বিকেলে নোয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পান।
চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রবেন্স এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,গত ৯ মার্চ কাদের মির্জা ও বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত (৯ মার্চ) রাতে পুলিশ তাদেরকে উপজেলার রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় মির্জা অনুসারীদের একটি মামলায়ও পুলিশবাদী একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।