কবিরহাটে তরুনীর লাশ উদ্ধার

 

মোঃ সেলিম :

 

নোয়াখালী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রাম থেকে ফেরদাউস আক্তার (১৬) নামের এক তরুনীর মৃতদেহ উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ। নিহত ফেরদাউস আক্তার উপজেলার বাটইয়া ইউনিয়নের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির ছানু মিয়ার মেয়ে। নিহতের স্বজনরা জানান, ফেরদাউস আক্তার দীর্ঘদিন যাবত শারেরিক ও মানুষিক রোগে বুগছে যারফলে সে বেলা ১১ ঘটিকার দিকে ঘরে কোন লোক না থাকায় ঘরের বুতুরের সাথে গলায় ফাঁস দিয়ে আতœাহত্যা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত কওে জানান, আমরা খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এঘটনায় নিহতের ভাই বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। এ বিষয়ে সত্যতা জানার জন্য মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ময়না তদন্ত রিফোর্ট হাতে পাওয়ার পর বাকিটা জানা যাবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *