রামগড়ে ছাত্রদল নেতা ফারুককে কুপিয়ে হত্যা | বাংলারদর্পন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সাবেক ছাত্রদল নেতা মো. ওমর ফারুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (১১জুন) রাত ১০.৪৫ টায় উপজেলার কালাডেবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈরাগী টিলার আলী নেওয়াজের সন্তান এবং রামগড় সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।

নিহতের স্বজনরা জানান, বিয়ের জন্য পাত্রী দেখতে চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়ি এসেছিল ফারুক।

গতরাত ১০.৩০টার দিকে স্থানীয় কালাডেবা বাজার থেকে বাড়ি ফেরার পথে অলি ভূঁইয়া কবস্থানের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামগড় হাসপাতালে ও পরে চট্রগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয় রামগড় থানারও ওসি সামসুজ্জামান জানায়, রাজনৈতিক নাকি অন্য কোন কারনে তাকে হত্যা করা হয়, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত পর আজ রোববার বিকাল ৫.৪৫ টায় বৈরাগীটিলাস্থ তাহাদের সামাজিক কবরস্থানে ওমর ফারুকের লাশ দাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *