ফেনীর বিএনপি অধ্যুষিত রামপুরে এমপি নিজাম উদ্দিন হাজারীর গনসংযোগে সাধারন ভোটারদের মাঝে উচ্ছাস দেখা গেছে। সহাবস্থানের রাজনীতির ক্ষেত্র তৈরির জন্য নিজাম হাজারীকে আবারো ভোট দেয়ার আশ্বাস দিয়েছেন ওইসব ভোটাররা। উন্নয়নের স্বার্থে একটি ভোট ভিক্ষা চান নিজাম হাজারী।
#বাংলারদর্পন।