প্রবাসী নাছিরের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনায় ধলিয়া ফকিরহাটে চোরাই মাল উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক: ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া সৌদী প্রবাসী নাছির উদ্দিনের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনায় ধলিয়া ফকিরহাট সংলগ্ন জসিমের ফার্নিচার দোকান হতে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর সদর থানার এসআই ফারুক মিয়ার নেতৃত্বে চোরাই মাল উদ্ধার করেছে পুলিশ। 

 

এজাহারকারী, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় – উত্তর ধলিয়া গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী কাজি শারমিন আক্তার সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। গত ২৯ সেপ্টেম্বর কাজি শারমিন জাহান ঢাকা হতে বাড়ীতে এসে ঘরের দরজা ভাঙ্গা দেখতে পান। বখাটে মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম তার সঙ্গীয় অজ্ঞাতনামা ২/৩ জন সহ প্রবাসীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক মালামাল, থাইগ্লাস,  বিভিন্ন সাইজের চিরানো কাঠসহ অনুমান বিরাশি হাজার টাকার মালামাল চুরি করে এবং ঘরের জিনিসপত্র ভাংচুর ও অনিষ্ট করে আরো অনুমান ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করে।

 

ভুক্তভোগী কাজি শারমিন জাহান ঘটনার বিস্তারিত উল্লেখ করে থানায় এফ আই আর দাখিল করেন।  পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে অভিযুক্ত সাইফুল অাত্মগোপনে চলে যায়।  পুলিশের দীর্ঘ অনুসন্ধান শেষে ১৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকষ টিম ধলিয়া ফকিরের হাট সংলগ্ন জসিমের ফার্নিচার দোকানে অভিযান চালিয়ে চোরাই  কাঠ উদ্ধার করে।  পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুল সটকে পড়ে।  পুলিশ জানায় অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য আসামী সাইফুল কে আটকের চেষ্টা চলছে।

 

এদিকে স্থানীয় অনুসন্ধানে জানা যায়, আসামী সাইফুল মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে বাদীকে স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে,  অাসামী গ্রেফতার না হওয়ায়  বাদিনী ও তার  পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  চুরির মামলার আসামী সাইফুল একজন চিহ্নিত বখাটে ও মাদক ব্যাবসায়ী।  সাইফুলের নেতৃত্বে এলাকায় প্রতিনিয়ত, চুরি ও চিছকে চুরির ঘটনা ঘটেছে।  পলাতক আসামী সাইফুলকে গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবী জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *