মোশারফ হোসেন রামগড় :
খাগড়াছড়ি জেলার রামগড়ে ৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এস আই নুরুল আলমের নেতৃত্ত্বে পুৃলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার হতে মেরুং দিঘীনালার হাসান গাজি (২৬) পিতা মোঃ মনছুর আলম ও মোহাম্মদপুর, মাটিরাঙ্গার আঃমন্নানের ছেলে আঃ রাজ্জাক (২২) নামে দুজনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। রামগড় থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করে। মাদক মামলা আইনে মামলা রুজু করা হয়।