বাহার উল্যাহ, সোনাগাজী :
ফেনীর সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও তার স্ত্রী হাসিনা বেগমকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মাতবর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সাথে একই বাড়ির আবদুল শুক্কুরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে আবদুল শুক্কুর, তার ছেলে নিজাম উদ্দিন, কন্যা সুমি আক্তার, মনোয়ারা বেগম এবং স্ত্রী ফলোয়ারা বেগম মিলে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রী হাসিনা বেগমকে এলোপাথাড়ি পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, জমি বিরোধের জেরে এর আগেও তার উপর তিনবার হামলা করেছিল সন্ত্রাসীরা। তাই তিনি হামলাকারীদের সুষ্ঠু বিচার দাবী করেছেন এবং জীবনের নিরাপত্তা চেয়েছেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাদী হয়ে আবদুস শুক্কুরকে প্রধান আসামী করে পাঁচ জনের নামে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আবদুস শুক্কুর জানান, ভূমি বিরোধ নিয়ে বাকবিতন্ডা হয়েছিল । হামলার বিষয়টি সঠিক নয়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।