মোঃ আলাউদ্দীনঃ
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদে আজম আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, প্রিয়নবী (দঃ)’র অগণিত মু’যিজার মধ্যে বিষ্ময়কর হলো পবিত্র ইস্রা ও মি’রাজুন্নবী (দঃ)। এ মি’রাজের পবিত্রতম রজনীতে প্রিয়নবী (দঃ) আরশে আজীমে আল্লাহর সাথে একান্ত প্রেমালাপ করেন। আল্লাহ তাঁর হাবীব (দঃ)-কে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ তোহফা হিসেবে দান করেন। এ নামাজ আল্লাহর নৈকট্য অর্জন করার বড় উপায়। এ নামাজে প্রিয়নবী (দঃ) এ চক্ষু মোবারক শীতল হয়। তাই হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু আজীবন সংগ্রাম করেছেন নামাজ প্রতিষ্ঠার জন্য। তিনি গাউছিয়্যতের কন্ঠে ডাক দিয়েছেন, “হে যুবক! নামাজ পড়, রোজা রাখ, নবী করীম (দঃ) এর উপর দরুদ পড়, মাতৃভূমি শান্ত কর।” তাঁর এ ডাকে সাড়া দিয়ে হাজারো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করছে, দৈনিক এগারশত এগারবার নবী (দঃ)’র উপর দরূদ পাঠ করছে।
তিনি গতকাল ৬ এপ্রিল শুক্রবার রাউজান পাহাড়তলী মুনিরীয়া খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসা ও মুন্সি কাবিতাং চৌধুরী জামে মসজিদ ময়দানে এশায়াত মাহফিলে হাজারো নবীপ্রেমিক মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরও বলেন, কাগতিয়ার গাউছুল আজমের তরিক্বতের অনন্য বৈশিষ্ট্য হলো নবীপ্রেম অন্তরে নিয়ে নবী (দঃ)-কে হাজের জেনে নিয়ত সাপেক্ষে দরুদ পাঠ। দরুদ পাঠের এ শিক্ষা মুনিরীয়া যুব তবলীগ কমিটি সাংগঠনিকভাবে বহির্বিশ^ পর্যন্ত মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিচ্ছে।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৮নং পাহাড়তলী শাখা পবিত্র মেরাজুন্নবী (দঃ) উদযাপন এবং কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র স্মরণে এ মাহফিলের আয়োজন করে।
রাউজান-রাঙ্গুনিয়া-হাটহাজারী (দক্ষিণ) সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলী বি.এ. এর সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সচিব অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, আলহাজ¦ মাওলানা আবু মোহাম্মদ আযমী, মাওলানা মুহাম্মদ বশির উদ্দীন আহমদী।
বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব হযরতুলহাজ¦ আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, ওলামা পরিষদের এশায়াত সম্পাদক হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ আব্দুস ছালাম।
মাহফিলে এলাকার সর্বস্তরের নবীপ্রেমিক হাজার হাজার মুসলমান উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম (রাঃ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।