ফেনী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার বিকালে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ,আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এসময় উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক মফিজুল হক, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ মামুন, সাবেক দপ্তর সম্পাদক গাজী সালাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারি, চর চান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মানিক, যুবলীগ নেতা নুরুল আফছার মানিক , নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক (হক সাব)
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুমন ভৌমিক, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাদল সহ স্থানীয় আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানান, ২০০১ সালের নির্বাচনের পর থেকে অদ্যাবধি আমাদের খোঁজ-খবর নেওয়ার মতো কোন নেতা আসেনি, জহির উদ্দিন মাহমুদ লিপটন ব্যাতীত। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার লিপটনকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনে নৌকা প্রতীকে দেখতে চাই।