ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে নিহত আবুল বাসার ও মামুনের পরিবারকে ২৫ হাজার টাকা হারে দুর্যোগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে অার্থিক অনুদান দিয়েছে ফেনীর জেলা প্রশাসন। অনুদানের টাকা বুধবার দুপুরে নিহতের পরিবারের হাতে তুলে দেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন , পিআইও সহকারি কর্মকর্তা শফিকুর রহমান।
উল্লেখ্য, গত ১২ জুন বজ্রপাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল বাসার ও চর ছান্দিয়ার মামুন নিহত হন।