সোনাগাজীর নবাবপুরে ছাত্রলীগ কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা : আটক ৩ | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি :

 ফেনী’র সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের পশ্চিম সুলতানপুর ব্রীজের উপর সোমবার রাত ৮টার দিকে নাজিরপুর গ্রামের ইব্রাহীম খান সাকিল (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা ।

গুরুতর আহত সাকিল বর্তমানে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। সাকিল নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

জানাযায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন চেয়ারম্যানের ছেলে মহি উদ্দিন মহিমের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারি যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গলায় ছোরা দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার, মুন্না ও নিশাত নামে  তিনজনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় প্রাথমিক ভাবে তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাংলারদর্পন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *