সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক যুবক নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাজমুল ইসলাম (৩০), সে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়বাহিরদিয়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়কাইল বাজারের উত্তর পশ্চিম পাশে পাঁকা সড়কের উপর এই দূর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল পেশায় একজন কৃষক, তবে মাঝে মাঝে সে ভাড়ায় মটরসাইকেল চালায়। নিহত নাজমুলের দুটি কন্যা সন্তান রয়েছে। দূর্ঘটনা পরবর্তি সময়ে এলাকাবাসী এক ট্রলি চালক কে আটক করে পুলিশে দেয়, আটকৃত ব্যক্তি জেলার মধুখালী উপজেলার বাঘাট এলাকার আবু বক্কার শেখের ছেলে ইমরান শেখ (২৮)।
জানা যায়, নাজমুল ইসলাম সকালে নিজ গ্রামের সাইফুল নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলে করে বোয়ালমারি উপজেলার ভাটদি বাজারে নামিয়ে দিয়ে ফেরার পথে জয়কাইল বাজারের উত্তর পশ্চিম পাশে শুনিল সিকদারের বাড়ির সামনে ইট বোঝাই দুটি ট্রলিকে ওভারটেক করার সময় ট্রলির সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং ট্রলির নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়। যুবক নিহত হবার খবরে স্থানীয়রা দুটি ট্রলি ও এক ট্রলি চালককে আটক করে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।