সোনাগাজীতে নাট্যাচার্য সেলিম অাল দ্বীনের ৬৮তম জন্মদিন পালিত

ফেনী প্রতিনিধি ;
ফেনীর সোনাগাজীতে নাট্যাচার্য ড. সেলিম অাল দ্বীনের ৬৮ তম জন্মদিন পালিত হয়েছে।
সেলিম অাল দ্বীন স্মৃতি পরিষদ ও সাংস্কৃতিক একাডেমির যৌথ অায়োজনে সোনাগাজী উপজেলা মিলনায়তনে বৃহষ্পতিবার বিকালে   অালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুৃষ্ঠিত হয়।
সেলিম অাল দ্বীন সাংস্কৃতিক একাডেমির সভাপতি সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল দেবময় দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  বৈশাখী বড়ুয়া, ড. সেলিম অাল দ্বীনের ভাই বোরহান উদ্দিন,  সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সোনাগাজী নজরুল একাডেমির সভাপতি নুরুল অামিন পলাশ।
সোনাগাজী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সেলিম অাল দ্বীন সাংস্কৃতিক একাডেমির সাধারন সম্পাদক হুমায়ুন কবির সেলিম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অালোচনা শেষে, কয়েকটি সাংস্কৃতিক সংগঠন গান ও নৃত্য পরিবেশন করে এবং সোনাগাজী অাল হেলাল একাডেমি শিক্ষার্থীরা ১৫অাগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার একটি নাটক মঞ্চস্থ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *