সোনাগাজীতে মাদরাসা ছাত্র হত্যার ঘটনায় শিক্ষকসহ ৪ জন আটক | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র আরাফাত হোসেন (৯)কে হত্যার অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ ৪ জনকে আটক করেছে দাগনভূঞা থানা পুলিশ।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বাংলারদর্পণকে বলেন , রোববার রাতে মাদ্রাসায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেপ্তার করা হয় ।

ধৃতরা হলেন , মাদরাসার সুপার মোশারফ হোসেন (৪২), সহকারি শিক্ষক আজিম উদ্দিন (৩৩), নুর আলী (২৩) ও হেফজ বিভাগের ছাত্র জুহাইর আল ফাইজ (১১) ।

সোমবার সকালে ধৃতদের ফেনী আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয় । আদালত শুনানী শেষে মোশারফ হোসেনের চারদিন ও অপর দুই শিক্ষকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য , গতকাল রবিবার ভোর ৪টায় চরলক্ষীগঞ্জ হাফেজ সামছুল হক (রঃ) নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র আরাফাত হোসেন (৯)কে পিটিয়ে হত্যা করে ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা ।

ময়নাতদন্তে দেখা গেছে , ওই ছাত্রের মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ।

এঘটনায় মাদরাসার সুপার মোশারফ হোসেনসহ ৪জনের নামে মামলা করেন নিহত ছাত্রের পিতা ফানাউল্যাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *