রামগড় শহর সমাজসেবা অফিসের কম্পিউটার কোর্সের উদ্বোধন

মোশারফ হোসেন, রামগড়, খাগড়াছড়ি :

 

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয় রামগড় এর আয়োজনে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত ৬ মাস মেয়াদী সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম।

রবিবার বিকাল ৩টায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে শহর সমাজসেবা অফিসার মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি মো: জানে আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মো: আজিজুর রহমান আনজুম, স্বেচ্ছাসেবী সংস্থা সান এর নির্বাহী সচিব মো: আবদুল জলিল, আলোকন সংসদ এর সভাপতি সাংবাদিক মো: নিজাম উদ্দিন এবং ডা: মোহাম্মদ হানিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়িয়া সোসাইটির সভাপতি মো: মোশারফ হোসেন ছাড়াও সমাজসেবার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং ৫০জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *