রোকসানা চৌধুরি >>>
চট্টগ্রাম জেলার পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪টি ওয়ান শ্যুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার এবং দুইজন কারিগরকে আটক করেছে র্যাব-৭।
র্যাবের মিডিয়া উইং জানায় , বৃহস্পতিবার রাতে( ১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম জেলার পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালা ঘরের নিচে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র তৈরির প্রধান কারিগর মোঃ রোকন (৩৮) এবং সহযোগী কারিগর মোঃ আবদুল (৩২), কে আটক করে র্যাব।
এসময় তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে, ৪টি ওয়ান শ্যুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি কার্তুজসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু করে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলারদর্পন