মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহ:
করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার পালিয়ে যাওয়ার পথে পারভিন বেগম নামে এক মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলি জানান, বুধবার রাত ১১টার দিকে পারভিন বেগম হাসপাতালে ভর্তি হন। তার করোনার উপসর্গ ছিল। আজ সকালে তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে তার বাড়ি।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, পারভিন বেগম হাসপাতাল থেকে পালানোর পর পথে মারা যান। তার বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা শুকুর আলি নামে এক ব্যক্তি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার রাতে জ্বর, সর্দি কাশি নিয়ে ঢাকা থেকে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে শ্বশুর বাড়ি আসেন শুকুর আলি। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।