ফেনীতে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেন জেনারেল মাসুদ চৌধুরী

ফেনী প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাচনি এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে দুস্থ্য, গৃহবন্দি, কর্মহীন লোকদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ত্রান বিতরণ করেন ফেনী -৩ (সোনাগাজী – দাগনভুঁইয়া) আসনের সংসদ সদস্য  জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবঃ)।

 

বৃহষ্পতিবার  সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে নগদ সহায়তার আনুষ্ঠানিক উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

এর পর দুপুর ১২টায় দাগনভুঁইয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেনারেল মাসুদ চৌধুরি।  সেখানে উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ত্রান বিতরনের উদ্বোধন করেন তিনি। দাগনভুঞা উপজেলার ৮ইউনিয়ন ও পৌর সভা এলাকায় ৩হাজার একশ পরিবারকে ত্রান/ সহায়তা দেন।

অপরদিকে বিকাল ৩টায় সোনাগাজীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মাসুদ চৌধুরি। একই সোনাগাজী উপজেলার ৯ইউনিয়ন ও পৌরসভা এলাকায়   ব্যক্তিগত তহবিল থেকে ৩হাজার ১শ পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন।

এছাড়া তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সকলকে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন। এসময় সংশ্লিস্টদের মাঝে পিপিই বিতরন করেন।

অন্যদিকে, জেলা জাতীয় পার্টি নেতাদের মাধ্যমে জাতিয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে সাংসদের ব্যক্তিগত তহবিল থেকে ঈদের উপহার বিতরন করা হয়।

তিনি কয়েক দফায় ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ত্রান-সাহায্য ও নগদ টাকা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে জনগণের মাঝে হস্তান্তর করেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *