অ্যাপোলো ইমপেরিয়াল চট্টগ্রাম’র ফেনী ইনফরমেশন সেন্টার উদ্বোধন

অ্যাপোলো ইমপেরিয়াল চট্টগ্রাম'র ফেনী ইনফরমেশন সেন্টার উদ্বোধন

শহর প্রতিনিধি :
অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল, চট্টগ্রাম এর ফেনী ইনফরমেশন সেন্টার এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৬মে) বিকালে ফেনী নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারে ইনফরমেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল চট্রগ্রাম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনানথ এন রাও।

নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান তোফায়েল ইসলাম মিলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী জেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন- অর রশিদ, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী জেনারেল হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আদনান আহমেদ ও গোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন,, দৈনিক স্টার লাইনের সহযোগি সম্পাদক জসীম মাহমুদ, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহাজালাল ভূঞা, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, মোহনা টিভির জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাভেদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ,সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়ন সহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অ্যাপোলো ইমপেরিয়াল চট্টগ্রাম'র ফেনী ইনফরমেশন সেন্টার উদ্বোধন

আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হানিফ বাবুল,ডিএমডি মাইন উদ্দিন সোহাগ,নির্বাহী পরিচালক নুরুল আমিন হৃদয়, পরিচালক ফয়সল হাছান।

উপস্থিত অতিথিবৃন্দ আধুনিক স্বাস্থ্যসেবায় নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টার এগিয়ে যাবে এবং মানুষের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *