ভিডিও কনফারেন্সে উদ্বোধন : ফেনীতে প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন ৫৫ হাজার 

ফেনী প্রতিনিধি :

ফেনী জেলায় করোনাভাইরাস সঙ্কটে ক্ষতিগ্রস্থ ৫৫ হাজার পরিবার পাবে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা।  বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আড়াই হাজার টাকা হারে এককালীন নগদ সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

বৃহস্পতিবার পাঁচজনকে এককালীন নগদ সহায়তা তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে ঈদের আগেই ৫৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর এ নগদ সহায়তা পাবেন।

 

ভিডিও কনফারেন্সের ফেনী প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুক্ত হন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য  জেনারেল. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও কুমিল্লা ২৮ মিডিয়াম রেজিমেন্টের আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী,

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামান প্রমুখ। প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *