ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের জামায়াত অধ্যুষিত পাঠান বাড়ী সড়কে ভাড়া বাসায় পতিতা ব্যবসার অভিযোগে জামায়াত নেতা মিশু খানের ভাই মহিম খান(৩৬)কে ৪নারীসহ আটক করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে (১৩মে) ফেনীর পাঠান বাড়ি এলাকার ওই বাসা থেকে তাদেরকে আটক করেন শহর ফাঁড়ির পরিদর্শক সুদ্বীপ চন্দ্র দাস।
তিনি জানান, ওইবাসা ভাড়া নিয়ে বহিরাগত নারীদের এনে দীর্ঘদিন পতিতার ব্যাবসা করে অাসছে জামায়াতের কর্মী মহিম খান। সে পৌর জামায়াত নেতা মিশু খানের ছোট ভাই। এ ব্যাপারে বুধবার স্থানীয় এক মুরুব্বি ফেনী মডেল থানায় মৌখিক অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে মডেল থানার ওসির আলমগীর হোসেনের নির্দেশে তাদেরকে আটক করে, থানায় হস্তান্তর করা হয়েছে।
জামায়াত নেতা মিশু খান জানান, মহিমের ব্যবসা বানিজ্য এবং অনৈতিক কাজের সাথে তার ও তার পরিবারের কোন সম্পর্ক নেই।
ফেনী’ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানায়, বৃহষ্পতিবার (১৪মে) সকালে মুছলেকা নিয়ে ওই বাড়ীর মালিক ও সমাজপতিদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। বাংলারদর্পন