সাব্বির রহমান, সন্দ্বীপ :
বেপরোয়া হয়ে উঠেছে সন্দ্বীপে গরু চোর চক্রের সদস্যরা। সন্দ্বীপ পৌরসভায় ৪নং ওর্য়াডে “ভতা বাবলুর বাড়ি থেকে’ বুধবার বিকেল ৪টায় সন্দ্বীপ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে, ২টি গরু, ১টি ছাগল, ৩টি মোটর-সাইকেল, ১টি ফ্রিজ, ও ১টি ভেন-গাড়ি উদ্দার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন এর কয়েক’টি চুরি ও ডাকাতির মামলার তদন্ত করতে গিয়ে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে “বতা বাবলুর ভাই,শিবলুর বাড়ি থেকে চোরা মালামাল উদ্ধার করে।
অভিযান এর খবর পেয়ে চোর চক্রের মূল হোতা শিবলু সহ চক্রের আরো তিন সদস্য দৌড়ে পালিয়ে যায় ।
আমরা উদ্ধারকৃত মালামাল এর মালিক কে খুঁজে পেয়েছি এবং আমারা প্রকৃত মালিক কে তাঁর সঠিক বর্ণনার মাধ্যমে মালামাল বুঝিয়ে দেব, এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
ক্ষুদ্ধ এলাকাবাসী ও উদ্দারকিত মালামাল এর মালিকেরা বলেন, প্রায় প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় হানা দিচ্ছে সংঘবদ্ধ চোরের দল। কৃষি নির্ভর এলাকার পরিবারগুলো গরু দিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে।
সন্দ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মন্তব্য করে বলে গত দশ বছরে এলাকায় গরু চুরি সহ বিভিন্ন চুরি ঘটনা একেবারেই ছিলনা। হঠাৎ করে মাদক বিস্তারের মতো গরু চুরি বেড়ে গেছে। গভীর রাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়।
আর এসব ঘটনায় খুব কম সংখ্যক মামলাই রেকর্ডভুক্ত হয়। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্থরা প্রতিকার পাবেন না এ আশংকা বা পুলিশি হয়রানির ভয়ে থানায় অভিযোগও দেন না। ফলে চোরের দল পার পেয়ে যাচ্ছে। আমরা এই চোর ‘বতা বাবলুর ভাই, শিবলুর সহ এই চক্রের কঠিন বিচার চাই।