এম,তানভীর আলম : এসআই/মোঃ ফজলুল হক ও সঙ্গীয় এসআই/মেহেদী হাসান খাঁন, এএসআই শামীম আল মামুন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে ভোর ২৩:০৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর সাকিনস্থ যুদ্ধ ভাষ্কর্যের বিপরীত দিকের পাকা রাস্তা হইতে আসামী (১) মোঃ আঃ সাত্তার(৫৩), পিতা-মৃত আলতাফ আলী, সাং-চনগাঁও, পোষ্ট-বজরা, থানা-সোনাইমুড়ি, জেলা-কুমিল্লাকে ০১টি পুরাতন ট্রাকে এ রক্ষিত ০৪টি বস্তায় মোট ২৫ কেজি করিয়া সর্বমোট (২৫X৪)–১০০ (একশত) কেজি গাঁজা ও ০৫টি চটের বস্তায় সর্বমোট ২০০ বোতল করিয়া সর্বমোট (২০০X৫)–১০০০ (এক হাজার) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ আটক করেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হইয়াছে।