গাজীপুর :
গাজীপুর মহানগৱ এর হ্যারিকেন রোড়ের পশ্চিম পাশে শনিবার বিকেল ৫টায় জোড়া ফ্যক্টরীর সাথে বাবুল মিয়ার বাড়িতে বাবুল মিয়ার ছেলে ইয়াবা ব্যাবসায়ী সজিব (৪৬) গ্রেফতার করেছে। এবং তার বাড়ি হইতে ৩শ পিছ ইয়াবা, চোরা এবং চাপাতি উদ্ধাৱ করে পুলিশ ৷
পুলিশ জানায়, গাজীপুর পুলিশের একটি টিম শহরে ও যানবাহনে অভিযান চালানোর সময় তাকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ী থেকে ইয়াবা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।