ফেনী প্রতিনিধি :সোনাগাজীর বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমিনুল হক’র বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে।
ফেনী ৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহ জানান, আমি ওই কলেজের সভাপতি। কলেজের অধ্যক্ষ অামাকে বাদ দিয়ে অামার স্বাক্ষর জাল করে ২৮ নভেম্বর১৬ তারিখে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান অারা সুরমাকে সভাপতি উল্যেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবরে অনুমোদনের জন্য কমিটি প্রেরন করে।
তিনি অারো জানান, বিষয়টি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিস্ট দপ্তরে অবহিত করেছেন। শীঘ্রই লিখিত অভিযোগ দায়ের করবেনন।
এ বিষয়ে অধ্যক্ষ মমিনুল হকের বক্তব্য সহ বিস্তারিত অাসছে…….