এমদাদ খান, ফেনী :
ফেনীর শহিদ শহিদুল্লাহ কায়ছার সড়কের মিড নাইট হোটেলের ৪র্থ তলায় কনফারেন্স রুমে শুক্রবার বিকেল ৩ টা থেকে কে -লিংক ইণ্টার ন্যাশনাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর স্পেশাল মোটিভেশন সেলেব্রেশন প্রোগ্রাম অনুষ্টিত হয়। ৩ যন্টা ব্যাপি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা, শেষের মধ্য দিয়ে বিকেল ৬টায় শেষ হয়।
অনুষ্টানের প্রথমে কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ রিয়াদ ,ফুল দিয়ে প্রধান অতিথি কে বরণ করেন গ্রুপ লিডার মিজানুর রহমান, স্বাগত বক্তব্য দেন, রয়েল মিজানুর রহমান,মোহাম্মদ শাহাবুদ্দিন, অনুষ্ঠানে উপস্হিত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন রেজা ইসলাম ডেভেলপমেন্ট ম্যানাজার কে -লিংক ইণ্টার ন্যাশনাল বাংলাদেশ। আবু সুফিয়ান সুমন ডায়মণ্ড় ম্যানাজার। ডা,এ এস এম শহিদুল্লাহ মজুমদার এমবিবিএস। মোহাম্মদ মিজানুর রহমান টিম লিডার। আব্দুল মোতালেব ভুইয়া স্পেশাল ট্রেইনার।
আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ ফারুক, একরামুল হক, সাইফুল আলম তারেক সহ আরো অনেক ডিষ্টিভিউটর অনুষ্টানে উপস্হিত ছিলেন। ম্যানাজার র্যাংক অর্জন করায় মোহাম্মদ ফারুককে ল্যাপটপ। সাপাই ম্যানাজার ২ জন, মোহাম্মাদ একরামুল হক,মাহমুদুল হাচান রুবেল এর, ক্রেষ্ট হাতে তুলে দেন,কোম্পানির ডেভেলপমেন্ট ম্যানাজার রেজা ইসলাম। অনুষ্টান পরিচালনায় আল বারাকা ট্রেডিং মোবাইল স্টকিস্ট কে- লিংক ইণ্টারন্যাশনাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোশারফ হোসেন।