প্রেস বিজ্ঞপ্তীঃ এবারের আলিম পরীক্ষায় ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (এম,এ) মাদ্রাসা থেকে অংশ নিয়ে মোঃ আরাফাত হোসেন ভূঁইয়া জিপিএ-৫ পেয়েছে।
সে উত্তর সতর ভূঁইয়া বাড়ির মোঃ মোস্তফা ভূঁইয়া ও খোন্দকার দেলাফরোজ বেগমের কনিষ্ঠ পুত্র এবং অনলাইন নিউজ পোর্টাল “বিচিত্র খবর” এর প্রধান সম্পাদক মাসুম বিল্লাহ ভূঁইয়ার ছোট ভাই। তার এ অর্জনে খুশির হাওয়া বইছে পরিবার, শিক্ষক ও বন্ধুমহলে।
এর আগেও ৫ম শ্রেণিতে গোল্ডেন জিপিএ ৫ পায়।
৮ম শ্রেনিতেও গোল্ডেন জিপিএ ৫ পায়। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক সে একাধিক বৃত্তি লাভ করে। এক কথায় পূর্বের সকল পাবলিক পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখে সে।
সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কামনা করে আরাফাত।
উল্লেখ্য, ছাগলনাইয়া উপজেলায় মোট ৪ জন জিপিএ-৫ পেয়েছে।
ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজ থেকে ইফতেখার আহম্মেদ শাহরিয়ার ও ইলমা সালসালাহবিন নাফিজা জিপিএ-৫ পেয়েছে এবং ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আরাফাত হোসেন ভূঁইয়া ও তাসলিমা আক্তার জিপিএ-৫ পেয়েছে।