ওয়াহিদুল ইসলাম :
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে জাগপা গ্রীস শাখার উদ্যোগে গ্রীসের রাজধানী এথেন্সে উমানীয়া বাঙ্গালী গলী মক্কা রেস্টুরেন্টে রাত মঙ্গলবার ১০ টায় (২০-২-২০১৮) আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
জাগপার গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া পরিচালনা বক্তব্য রাখেন মোঃ শানুর মিয়া, মোঃ জাহির উদ্দিন, মোঃ ছানাউর রাহমান ছানা মিয়া, মোঃ বদরুল আহমেদ, মোঃ মিলন সিকদার,মোঃ রিপন খান,মোঃ ছালিম শেখ।
সভাপতি বক্তব্য শেখ গোলাপ মিয়া বলেন অভিলম্বে ২০ দলিয় জোট নেত্রী বেগম জিয়াকে মুক্তি না দেওয়া হলে জাগপার সৈনিকরা কঠোর কর্মসুচি হাতে নিতে বাধ্য হবে, ৫২ভাষা আন্দোলনের সকল শহীদদেরকে শ্রদ্ধা স্বরন করে শেখ গোলাপ মিয়া বলেন, শেখ হাসিনাকে পতন না করা হলে সকল শহীদের রক্তের সাথে বেঈমানী করা হবে, আলোচনা সভা শেষে জাগপা গ্রীস শাখার নেতাকর্মী ১২-১ মিনিটে গ্রীসের রাজধানী এথেন্সে কমুতুনো পার্কে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।