নিউজ ডেস্ক : ‘বেগম জিয়ার মুক্তি নয়, নেতাদের রেট বাড়াতেই আন্দোলনের নাটক হচ্ছে’-বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এমনটাই মন্তব্য করেছেন। সোমবার সকালে দলীয় কার্যালয়ে তার ঘনিষ্ঠ কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনায় তিনি এরকম মন্তব্য করেছেন বলে জানা গেছে।
দলের কর্মীরা রোববার এনটিভিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রিজভীও বিক্ষুদ্ধ কর্মীদের সঙ্গে সহমত পোষণ করেন। আলোচনায় উপস্থিত অন্তত দুজন কর্মী জানিয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব চলমান আন্দোলনের ধরনে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এতে নেতাদের ফটোসেশন চলছে। চেহারা দেখিয়ে নেতারা (বিএনপির) সরকারের কাছে গুরুত্ব বাড়াচ্ছেন। এর ফলে কেনা বেচায় তাদের দাম বাড়ছে।’ রিজভী কর্মীদের এটাও বলেছেন ‘ম্যাডামের মুক্তির আন্দোলন এতো ম্রিয়মান হতে পারে না। নেতারা সব নিজেদের বিক্রির জন্য নিলামে তুলেছেন। আন্দোলন একটু জমলেই নেতাদের দর বাড়বে।’ রিজভী মনে করেন ‘সরকারের টাকার অভাব নেই। কাজেই আমাদের নেতারা এখন বিক্রির অপেক্ষায়। তাঁরা বিক্রি হবার পর আসল আন্দোলন শুরু হবে।
রিজভী অবশ্য কর্মীদের হতাশ না হয়ে, দীর্ঘ এবং কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছেন।