রোকসানা পপি,চট্টগ্রামঃ “বাংলাদেশ সমিতির” শারজাহ্ শাখার সভাপতি, শিল্পপতি জনাব মোহাম্মদ আবুল বাশারের ছেলে, জনাব তারিক মাহমুদ এম,বি বি,এস ডিগ্রী অর্জন করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের “বাংলাদেশ সমিতির” সারজাহ্ শাখার সভাপতি ও বিশিষ্ট কমিউনিটির ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবুল বাশারের ছেলে মোহাম্মদ তারিক মাহমুদ ইউ,এ,ই’র গাল্ফ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম,বি,বি,এস ডিগ্রী অর্জন করেছেন। আরো জানাযায় তিনি বর্তমানে ইন্টার্নি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরায়, দিব্বা, খোর ফাক্কান মেডিকেলে কর্মরত আছেন।
তারিক মাহমুদ, জনাব মোহাম্মদ আবুল বাশার ও জনাবা রোকেয়া বেগম এর ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে তৃতীয় সন্তান। তাদের বড় ছেলে প্রকৌশলী হিসেবে কর্মরত, আর মেঝো ছেলে এমবিএ করার জন্য উন্নত দেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এবং দুই মেয়ে আমিরাতে পড়াশোনার করছেন। জনাব মোহাম্মদ আবুল বাশারের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানায়। তিনি সংযুক্ত আরব আমিরাতে অনেক বছর ধরে বসবাস করছেন, এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সবার প্রিয়, অতি পরিচিত একজন সজ্জন দানবীর ও ভাল মনের মানুষ।