নিজস্ব প্রতিবেদকঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের অাফরোজ চুমকির হাতে সৈয়দ মনির অাহমদ সম্পাদীত শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার স্মরনিকা তুলে দিয়েছেন, স্মরনিকার প্রকাশক গোলাম ফারুক।
শুক্রবার বিকালে লন্ডনের ব্রিটানিয়া ইন্টারন্যাশনাল হোটেলে প্রতিমন্ত্রীর হাতে তিনি ওই স্মরনিকা তুলে দেন। এসময় শহীদ পরিবারের জন্য শুভেচ্ছা উপহার দেন প্রতিমন্ত্রী চুমকি। অারো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ার পার্সন অধ্যাপক মমতাজ বেগম, যুবলীগ নেতা মাহবুব প্রমুখ।