আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস: আনোয়ারায় স্বরাষ্ট্রমন্ত্রী 

 

 

মোঃ আলাউদ্দীন :

 

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন।আজ বিকাল ৩টায় আনোয়ারা সদরে স্থাপিত ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ স্টেশনটি উদ্বোধন করেন।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

 

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহম্মদ খানের সভাপতিত্বে অনুৃষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব)  এর মহাপরিচালক বেনজীর আহমেদ,চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী,আনোয়ারা থানা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

 

উদ্বোধন অনুৃষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার বক্তব্যে বলেন,আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস পূর্বে শুধুমাত্র অগ্নিনির্বাপণের কাজ করলে ও সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্যোগ ও কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে।

 

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন,আজ আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী (বাবু) ও আনোয়ারাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল।তিনি বেঁচে থাকা অবস্থায় এই ফায়ার স্টেশন স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও ভাগ্যের নির্মম পরিহাস তা দেখে যেতে পারেন নি।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন,আনোয়ারা কে মডেল উপজেলা হিসেবে বাস্তবায়ন করতে যে স্বপ্ন আখতারুজ্জামান চৌধুরী বাবু দেখেছিলেন সে স্বপ্ন পূরণে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়,১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই স্টেশনটিতে ২৭ জন লোকবল সহ অত্যাধুনিক দু’টি অগ্নিনির্বাপণ গাড়ী ও যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *