ফেনী প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানান।
মঙ্গলবার সকালে ফেনীর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা প্রশাসক মো:ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইন চালু হওয়ায় যানবাহনের সংখ্যাও দ্রুতগামী হয়। ফলে সোনাগাজী হতে আসা গাড়ীগুলো ফেনীর লালপোল এলাকায় মহাসড়ক অতিক্রম করে ফেনী শহরে প্রবেশ করার সময় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল গুলোর বিভিন্ন সভা-সেমিনার থেকে লালপোলে ফ্লাইওভার নির্মানের দাবি জানিয়ে আসছিলো।