বাহারাইন কেন্দ্রীয় কমিটি পালন করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মোঃস্বাপন মজুমদার বাহারাইন
স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম এই স্লোগান সামনে রেখে…
বাহরাইন কেন্দ্রীয় কমিটি পালন করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
গত কাল বাহরাইন মানামা অভিজাত আওয়াল রেস্তোরাই ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও দোয়া অনুষ্ঠান হয়। রেজাউল কবির হুমায়ন ও আক্তারু জামান আক্তার এর উপস্থাপনায়।বাহরাইন কেন্দীয় কমিটির সভাপতি শেখ আঃ হান্নান এর সভাপতিত্বে।প্রধান অতিথি আসনে ছিলেন সাবেক ছাত্রনেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা জনাব,ফয়সাল মাহামুদ চৌধরী,গেষ্টঅফঅনার বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউছুপ হোসেন সেলিম ও গিয়াস উদ্দিন মিয়াজী।
বক্তারা বলেনঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে দেশের দামাল ছেলেরা নয় মাস রক্তাক্ত যুদ্ধ করে দেশ কে একটি লাল সবুজ পতাকা এনেদিয়েছে। সেই সব বীর সেনা দের আমরা গভীর শ্রদ্ধার সাথে স্বরন করি।
আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু,সহ সভাপতি রুহুল আমিন,মোঃ মস্তফা, আঃ বাছিদ আছিদ,কেপ্টেন হুমায়ন,সুলতান হাওলাদার(মনু),দেলোয়ার হোসেন,নজরুল ইসলাম মানিক,আঃ লতিফ,শেখ ছয়ফুল,আঃ ওদুদ,আহসান মাসুদ,মিজানুর রহমান,নজরুল ইসলাম বাবুল বাহরাইনের সভাপতি মোঃ মনির, নাসির উদ্দিন,হাবিবুর রহমান সবুজ, শাহিন পাটয়ারী,তসলিম পাটয়ারী,আঃ লতিফ মাষ্টার, মোঃ রুবেল,মোঃ দিদারুল ইসলাম,মোঃ সুবহান,ডাঃ টিটু,মিজানুর রহমান, শওকত আকবর,স্বপন ও এস এম আসলাম সহ আরও অনেকে।
সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন শাহ্ ফয়জুল বারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *