সিলেট জঙ্গি আস্তানায় সেনা অভিযানের ভিডিও

নিজস্ব প্রতিবেদক:-
বৃহস্পতিবার রাত থেকে সিলেটের শিববাড়ির পাঠানপাড়ার জঙ্গি আস্তানায় অভিযান চলছে। পরে এতে যোগ দেয় সেনাবাহিনী।

এ অভিযানের কয়েকটি ভিডিও আইএসপিআর তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে। এ ভিডিওগুলো একসঙ্গে করে আরটিভি অনলাইনের পাঠকদের জন্য দেয়া হলো।
শনিবার সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অভিযানের পর ওই বাড়ি থেকে ৭৮ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ জন শিশু।

ভিডিও দেখতে ক্লিক করুন

সোমবার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানের চতুর্থ দিন। সকাল থেকেই ওই এলাকায় থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এর আগে শনিবার রাতে ভবনের কাছে দু’দফা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন র্যাব-পুলিশের ৩ কর্মকর্তাসহ অন্তত ৪০ জন।
এরমধ্যে বোমা বিস্ফোরণে আহত ‌র্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদকে প্রথমে সিলেটে ওসমানী মেডিক্যালে অস্ত্রোপচার হয়। অবস্থার অবনতি হলে মধ্যরাতেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম, কলেজ ছাত্র ওয়াহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)। নিহত অপরজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *