লিবিয়ায় ২৬ বাংলাদেশীকে গুলি করে হত্যা | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারীরা। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে এ ঘটনা ঘটে।

তুরস্কের সরকার সমর্থিত সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়, এক পাচারকারী পরিবার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। লিবিয়ার পশ্চিমা-সমর্থিত জাতীয় সরকার (জিএনএ) জানিয়েছে, মিজদা শহরে ২৬ বাংলাদেশি এবং চারজন আফ্রিকান অভিবাসী মারা গেছেন। ১১ জন আহত হয়েছেন। তাদের জিন্টনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) লিবিয়া কার্যালয়ের মুখপাত্র সাফা মেশেলি বলেন, ‘আমরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবরটি শুনেছি। বিশদ জানার চেষ্টা করছি। যারা বেঁচে গেছেন তাদের সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে।’

তেল নির্ভর অর্থনীতির দেশ লিবিয়া দীর্ঘদিন ধরে অভিবাসীদের গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। তবে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা লোকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *