মাটিরাঙ্গায় বন্ধু জুনিয়রের কম্বল বিতরণ ★ বাংলারদর্পন

 

 

এমদাদ খান রামগড় খাগড়াছড়ি :

 

হাড় কাঁপানো শীতে যুবুথুবু এসকল শীতার্ত মানুষের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়েছে মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র। সোমবার বিকালের দিকে বন্ধু জুনিয়রের আয়োজনে অসহায় ও দু:স্থ শীতার্ত মানুষের গায়ে পরম মমতায় উষ্ণতার কম্বল জড়িয়ে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান।

 

এসময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহীদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের প্রতিষ্ঠা মামুন অর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জুনিয়রের এমন উদ্যোগের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, প্রচন্ড এ শীতে সাধারন মানুসের নাভিশ্ব^াস উঠেছে। বন্ধু জুনিয়রের মতো সমাজের বিত্তবানদেরও এমন মানবিক কাজে আত্মনিয়োগ করার আহবান জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় শীতার্ত মানুষ পেতে পারে উষ্ণতার ছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *