ডিসি’র ছড়ায় ঐতিহ্যের ফেনী

ফেনী প্রতিনিধি : জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের বহুমূখী প্রতিভা, তাঁর সংস্কৃতি ও সাহিত্যানুরাগ এবং সৃষ্টিশীলতা এরই মধ্যে নজর কেড়েছে ফেনীবাসীর। ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ অপার সম্ভাবনাময়ী এই ফেনীকে নতুনভাবে গড়তে দৃঢ় প্রত্যয়ী জনবান্ধব এ প্রশাসকের নানামূখী তৎপরতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
সোমবার ফেনীর পিটিআই মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সাহিত্যমোদী এ মানুষের কাব্য প্রতিভা মুগ্ধ করে দর্শকদের। তাঁর স্বরচিত ছড়া-কবিতায় নান্দনিকভাবে ফুটে ওঠে ঐতিহ্যের ফেনী।

তাঁর ছড়াকাব্যে ফেনীর পরিচয়-
‘পাগলা মিয়ার ফেনী
নবীন চন্দ্রের ফেনী
শমসের গাজীর নামে
আমরা ফেনী জেলাকেই চিনি।

মুক্তিযুদ্ধে সবার আগে
ফেনী জেলার জয়
লাল-সবুজের পতাকা উড়ে
ডিসেম্বরের ছয়।

ভাষা শহীদ সালাম ভাই
এই ফেনীরই ছেলে
বাংলা ভাষার রাখলো মান
বুকের রক্ত ঢেলে।

শহীদুল্লাহ কায়সার আর
জহির রায়হানের ফেনী
সেলিনা পারভীনের রক্তের কাছে
আমরা সবাই ঋণী।

শোধবো ঋণ এসেছে দিন
ঐক্যবদ্ধ সবে

বঙ্গবন্ধুর রূপকল্পেই
সোনার বাংলা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *