ঠাকুরগাঁওয়ে অালুর কেজি ১টাকা || হতাশ কৃষক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অন্যান্যবারের তুলনায় রানীশংকৈল এর কিছু অঞ্চলে এবার ব্যপক হারে আলুর চাষ করা হয় কিন্ত বাজারে তেমন দাম না থাকায় ভোগান্তির শিকার কয়েক শত আলু চাষী।
এদিকে কিছুদিন আগে বাজারে প্রতি কেজি আলু ১ টাকা দরে বিক্রি করা হলেও লস গুনতে হতো আলু চাষীদের। কিন্তুু বাজারে তার দাম মাত্র এখন ৫ টাকা প্রতি কেজি।
রানীশংকৈল থানার কাশিপুর ইউনিয়নের আলু চাষী রহিমের সাথে কথা বললে তিনি বলেন, আমি এবার অনেক ক্ষতিগস্ত হয়েছি। প্রতি কেজি আলু বাজারে এখন মাত্র ৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে এতে করে আমাদের লাভ তো দুরের কথা আমাদের সংসারের লবন খরচও হয়না। তারপর আবার আমার সংসারে ছেলে মেয়েদের পড়া লেখার খরচ কিভাবে ম্যনেজ করবো আমি ভেবে পাচ্ছি না।
বনগাঁও গ্রামের আলু চাষী সিরাজুল ইসলাম বাংলার দর্পন কে বলেন, এভাবে বাজারে আলুর দাম চলতে থাকলে আমাদের সার ও বিষের খরচ টুকু ও উঠবেনা। রানীশংকৈল এর কিছু হাট- বাজার পরিদর্শন করলে দেখা যায় আলুর দাম প্রতি কেজি ৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক সময় দেখা যায় ১ মন আলু বিক্রি করা হয় ১৫০ টাকা দরে।
যদি এমন ভাবে চলতে থাকে আলুর বাজারের করুণ অবস্থা তাহলে কি করবে রানীশংকৈল এর আলু চাষীরা, কিভাবে চলবে তাদের সংসার কে নেবে তাদের ছেলে মেয়েদের পড়া লেখার দায়িত্ব এমন হাজারো প্রশ্ন রানীশংকৈল এর আলু চাষী কৃষকদের।
Related News

ফেনীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট, সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি | বাংলারদর্পণ
জহিরুল হক মিলন, ফেনী ফেনীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে অতিরিক্ত ফি বা উৎকোচ ছাড়াRead More

জরাজীর্ণ মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্র : চিকিৎসা কার্যক্রম ব্যহত | বাংলারদর্পণ
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী : সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নে মঙ্গলকান্দি উপ-স্বাস্থ্যকেন্দ্রটির জরাজীর্ণ ভবনে অস্বাস্থ্যকরRead More