সৈয়দ মনির অাহমদ>>> ফেনীর সাগরস্নাত ও সম্বাবনাময় উপজেলা সোনাগাজী। দুটি বায়ু ও সৌর বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজ চলছে। পরিকল্পনাধীন অাছে বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল ও বীজ উৎপাদন কেন্দ্র। ধান গবেষণা ইনষ্টিটিউট, হাঁস প্রজনন খামার, বায়ু বিদ্যুত প্রকল্প, মুহুরী সেচ প্রকল্প সহ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা রয়েছে।
সোনাগাজী উপজেলায় তিনটি গুরুত্বপূর্ন অাঞ্চলিক মহাসড়কসহ প্রায় অর্ধশতাধিক গ্রামীন সড়ক রয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক গুলোর বেহাল দশা, জনদুর্ভোগ চরমে।
জানা যায়, অাঞ্চলিক সড়কের মধ্য ডাকবাংলা থেকে কাজীরহাট পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, একই অবস্থা সোনাগাজী থেকে ফেনী সড়কের ফেনী অংশে ( খানাখন্দক ভরাটের কাজ চলছে) । নির্মানাধিন থাকায় সওদাগর হাট থেকে বাদামতলি পর্যন্ত সড়কেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মিয়ার বাজার হইতে অামির উদ্দিন মুন্সির হাট সড়ক, কুঠির হইতে চিন্তারপুল সড়ক, চর লামছি -চরডুব্বা সড়ক, তাকিয়া বাজার থেকে কুঠির হাট সড়ক ওলামাবাজার থেকে মদিনা বাজার সড়ক, মদিনা বাজার থেকে সাগরিকা বাজার সড়ক সহ অধিকাংশ গ্রামীন সড়কে খানা খন্দকের কারনে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সোনাগাজী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সড়ক নির্মানের ৬ মাস পার না হতে খালে ধ্বসে পড়েছে ৩ শ মিটার। বন্যায় ক্ষতিগ্রস্ত চর খোন্দকার ও চর নারায়ন সড়ক। এছাড়া ৯নং স্লুইজ ও চর খন্দকার জেলে পাড়ার একটি কালভার্ট নদীতে বিলীন হয়ে গেছে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মিনহাজ মোস্তফা জানান, বর্ষায় কিছু কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত সংস্কার করা হবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম জানান, নোয়াখালীর সোনাপুর হইতে সোনাগাজী হয়ে জোরারগঞ্জ সড়কের নির্মান কাজ চলছে। ডাকবাংলা থেকে কাজীরহাট সড়কের টেন্ডার প্রক্রিয়াধীন। সোনাগাজী থেকে ফেনী সড়কের ফেনীর অংশে খানা খন্দক ভরাটের কাজ চলছে। অল্প সময়ের মধ্যে সংস্কার করা হবে।
স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো চাঁদা দেওয়ার কারনে প্রকল্পের বরাদ্দ অনুযায়ী কাজ হয়না। নির্দিষ্ট সময়ের অাগেই সড়ক গুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।