ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামে অক্সফোর্ড ইন্টারন্যাশনার স্কুলের অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম আজহারুল হক আরজু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও মো: হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: হানিফ, মঠবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফোরকান, ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাফর আহম্মদ, পূর্ব কাছাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা রোকেয়া ইসলাম, ইউপি সদস্য কাজী শফিকুর রহমান,সিরাজুল ইমলাম, ব্যবসায়ী কাজী জসিম উদ্দিন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিপুল সংখ্যক এলাকার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।