ফেনী প্রতিনিধি :
ফেনীতে ২০ জুন প্রাইমারী স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র বিক্রির অভিযোগে দুই জনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ পরীক্ষার আগের রাত ৩.৩০ মিনিটে আলতাফ উদ্দিন রিয়াদ ও শহিদুল ইসলাম শাকিল কে আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে তারা জানায়, মোবাইল ফোনে গ্রুপ তৈরী করে তারা প্রতিজন থেকে বিকাশের মাধ্যমে চারহাজার টাকা নেয়ার বিনিময়ে ভুয়া প্রশ্ন পত্র সরবাহ করতো, পুলিশ এ কাজে ব্যবহৃত চারটি মোবাইল জব্দ করেছে বলে তিনি জানান।
আটককৃতরা বতর্মানে ফেনী পুলিশের জিম্মায় রয়েছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।