ফেনী প্রতিনিধি :
ফেনীর নবাগত পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানিয়েছেন ফেনীতে আর কোন মেয়ে বা নারীকে কেউ উত্যক্ত করার চেষ্টা করলে আমি তার জীবন উত্তপ্ত করে দিবো। শনিবার সকালে পুলিশ লাইনে আয়োজিত কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন হুঁশিয়ারি দেন।
পুলিশ সুপার আরো বলেন, আগামি ২৪ তারিখ পুলিশ সদস্য নিয়োগে কেউ যদি আর্থিক লেনদেন করে থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এসময় ডিলার পর্যায়ে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে বলে জানান। একই সাথে জঙ্গি দমনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।