সোনাগাজীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার : আটক ২ | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি:

সোনাগাজীতে অপহৃত কলেজ ছাত্রীকে শুক্রবার সকালে চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবু ইউছুপের বাড়ি থেকে উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। অপহরনে জড়িত থাকার অভিযোগে আবদুল হাকিম রিয়াদ (২৪) ও শাহাদাত হোসেন জুয়েল (২২) নামে দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়,  সোনাগাজী সরকারি কলেজের একাদশ শ্রেনির মানবিক প্রথম বর্ষের ছাত্রী (১৮)কে বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির পর সোনাগাজী কলেজ রোড থেকে আবদুল হাকিম রিয়াদের নেতৃত্ব কয়েকজন বখাটে অপহরণ করে নিয়ে যায়। 

এ ব্যাপারে অপহৃতের পিতা মো. ইয়াকুব বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের আবু ইউছুপ মিয়ার বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ওই গ্রামের রবিউল হকের ছেলে শাহাদাত হোসেন জুয়েল ও ধলিয়ার মাছিমপুর গ্রামের নজু আলী পন্ডিত বাড়ির মো. ইসহাকের ছেলে আবদুল হাকিম রিয়াদকে আটক করা হয়।

 

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *