মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে রাশিয়ান ৫ নাগরিকসহ ৭ জন আহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো রাশিয়ান নাগরিক আন্দ্রে (৪৫), গ্রেনী (৪০), বোরাক (৩৯), গ্লোরী (৪০) ও রিমারিও (৪৫), জিপিএইচ ইস্পাত কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির ও গাড়িচালক।
আহত জিপিএইচ ইস্পাত কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির জানান, দুর্ঘটনায় তিনি নিজে, চালক এবং ৫ জন রাশিয়ান কনসালট্যান্ট আহত হন। ওই রাশিয়ানরা ঢাকা বিমানবন্দর থেকে শুক্রবার রাতের ফ্লাইটে দেশে রওনা দেওয়ার জন্য ঢাকা যাচ্ছিলেন। চট্টগ্রাম ফিরে গিয়ে চিকিৎসার পর আবার তারা ঢাকার পথে রওনা হবেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ইসহাক জানান, ঘটনার পরপরই উল্টে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহতরা চিকিৎসার জন্য চট্টগ্রাম ফিরে গেছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মাইক্রোবাসটি শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ৭ জন আহত হয়।