ফেনীর মেয়র নৌকার মাঝি স্বপন মিয়াজী | বাংলারদর্পণ

নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি

ফেনী’ প্রতিনিধি :
ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৬৯,৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৯৪৯ ভোট ।

এছাড়াও এনডিএম মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম তারেক সিংহ প্রতীক নিয়ে ৩শ২০ ভোট পেয়েছেন, গোলামুর রহমান আজম হাতপাখা প্রতীক নিয়ে ২শ ৫১ ভোট পেয়েছেন ও জাতীয় পার্টি মনোনীত ইয়ামিন হাসান ইমন লাঙ্গল প্রতীক নিয়ে ২শ১০ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই সব কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ থাকলেও কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলারদর্পন ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *