পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে এক প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগে শনিবার (২২জুন) বেলাল হোসেন (২২) নামে এক ব্যক্তিকে পরশুরাম থানা পুলিশ আটক করেছে।উপজেলার মির্জানগর ইউনিয়নের গদানগর গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত বেলাল হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের গদানগর গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী শিশুকে উদ্বার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে ওই শিশুর মা সকালে গরু নিয়ে বাড়ীর পাশে মাঠে গেলে বেলাল হোসেন শিশুটির ঘরে ঢুকে জোর পুর্বক ধর্ষন করে এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বেলাল হোসেন পালিয়ে যাবার চেষ্টা করে , এক পর্যায়ে অভিযুক্ত বেলালকে স্থানীয়রা আটক করে পরশুরাম থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।