এম,তানভীর আলম :
সরকার বিরোধী নাশকতা কর্মকান্ড করার পরিকল্পনারউদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রাম থেকে ৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার বিকাল সারে ৫টায় উপজেলার সিদলাই ৭নং ওয়ার্ডের খালেক চেয়ারম্যানের বাড়িতে সরকার বিরোধী নাশকতা কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে ১৪/১৫ জন শিবির কর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি এসএএম শাহজাহান কবিরের নের্তৃত্বে এসআই তফাজ্জল হোসেন, এসআই আতিকুজ্জামানসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স ঐ বাড়িতেঅভিযান চালালে তারা ছত্রভঙ্গ হয়ে চারদিকে দৌড়ে পালিয়ে যাবার সময় পুলিশ ৪ শিবির কর্মীকে বিপুল পরিমাণ জেহাদি বইসহ আটক করে।আটককৃতরা হল মুরাদনগর পাল্লাসুতা (নয়াপাড়া) গ্রামের মৃত আবদুল বাতেনএর ছেলে শাহিন আলম (২৭), দেবিদ্বার এগারগ্রাম মোকশাইর গ্রামের আবদুর জব্বারের ছেলে মোঃ ইসহাক ভূইয়া (২৪), দুলালপুর সিংহারচড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে ওমর ফারুক (২২) এবং দেবিদ্বার প্রজাপতি গ্রামের মৃত মোঃ আবদুল্লাহ এর ছেলেমোঃ হিজবুল্লাহ (১৮)।ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ শিবির কর্মীসহ অজ্ঞাত ১৫ জনকে আসামী করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।